• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

দূর্গোৎসব উপলক্ষে রসিকের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক বিতরণ   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১  

Find us in facebook

Find us in facebook

রংপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে রংপুর মহানগরীর ১৫৬টি পূজা মন্ডপে রসিকের পক্ষ থেকে ১২লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (১১ অক্টোবর) দুপুরে নগর ভবনের সভা কক্ষে আর্থিক অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার ১৫৬টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

এবারে রংপুর মহানগরীর প্রতিটি পূজা মন্ডপে ৭হাজার ৬শ’ ৯০ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা’র সভাপতিত্বে আয়োজিত আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার আহবায়ক শ্রী ভবতোস সরকার বাচ্চু, সদস্য সচিব এ্যাড. প্রশান্ত কুমার রায়, বিশিষ্ঠ সমাজ সেবক শ্রী রাম কৃষ্ণ সোমানী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান হিসেব রক্ষক কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর মহানগর শাখার যূগ্ম আহবায়ক কাউন্সিলর হারাধন রায়, কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম দেওয়ানী, মাহাবুবর রহমান মঞ্জু, আবুল কালাম আজাদসহ রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন কাউন্সিলর, কর্মকর্তা এবং রংপুর মহানগরীর ১৫৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

Place your advertisement here
Place your advertisement here