– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১০ ১৪৩০

  • || ০৯ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
স্বাধীনতার ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে হবে: রাষ্ট্রপতি চিনিকলগুলোকে লাভজনক করার উদ্যোগ নেয়া হয়েছে: শিল্প সচিব পার্বত্য অঞ্চল স্মার্ট জন সম্পদে পরিণত হবে: বীর বাহাদুর উশৈসিং গাইবান্ধায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু এখন ঢাকা শহর এলেই সিঙ্গাপুর দেখতে পাওয়া যায়: নৌপ্রতিমন্ত্রী

পছন্দের পুরুষকে প্রেমে ফেলার সহজ কৌশল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

প্রেমের পবিত্র শিখা চিরদিন জ্বলে; ‘স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে যায় চলে’। আর তাইতো প্রেমময় জীবন সুন্দর ও সুখের হয়। তবে প্রেম সবার জীবনকেই সুন্দর করে তা কিন্তু নয়। যদি সঠিক সঙ্গী নির্বাচন না করা যায়, তখন জীবনে দুঃখ নেমে আসে।

এদিকে নারীদের প্রায়শই ছলনাময়ী বলেন পুরুষরা। যদিও এ নিয়ে আপত্তির শেষ নেই নারীদের। তবে সত্যিই নারীদের বিশেষ কিছু কাজ সহজেই পুরুষদের প্ররোচিত করে। অনেক পুরুষই নারীদের এসব বিষয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। আর তখনই ঘটে প্রেমের ঘটনা।

এবার জেনে নিন, নারীদের পাঁচটি দিক যা সহজেই পছন্দের পুরুষকে প্রেমে ফেলতে পারে-

(১) স্বাধীন এবং আত্মবিশ্বাসী হোন: আত্মবিশ্বাস মানুষকে আকৃষ্ট করে। আপনার মাঝে একজন স্বাধীন এবং আত্মবিশ্বাসী নারীর আভা প্রতিফলিত করুন। তাহলে আপনার স্বপ্নের পুরুষ আপনার প্রশংসা করবে। একটি সম্পর্কের মধ্যে, একজন পুরুষ অন্যের ওপর নির্ভরশীল কাউকে পছন্দ করে না। তাই তাকে প্রেমে ফেলার আগে নিজের জন্য কাজ করুন। এমন একটি চরিত্র তৈরি করুন, যা উপেক্ষা করা যায় না।

২. রহস্যময়ী হোন: যেকোনো সম্পর্কের মধ্যে রহস্যের একটি রঙ দরকার। এটি সম্পর্ক বাঁচিয়ে রাখতে সহায়তা করে। রহস্যময়ী মানে সঙ্গীর কাছ থেকে কিছু লুকানো নয়। বরং কিছু বিস্ময়কর জিনিস রাখুন। এতে তার আপনার প্রতি আগ্রহ বাড়বে। মাঝে মাঝে আপনি তাকে ছাড়া ব্যস্ত থাকার চেষ্টাও করতে পারেন। কিছু সময়ের জন্য বন্ধুদের সঙ্গে বাইরে যান। তাকে আপনার জন্য অপেক্ষা করান। তবে ভুলেও উপেক্ষা করতে যাবেন না।

৩. আদর্শ নারী হিসেবে স্বীকৃতি দেওয়া: সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই নিজেকে একজন আদর্শ নারী হিসেবে অনুভব করতে হবে। মাঝে মাঝে তাকে সাহায্য করতে দিন। আপনার জন্য কাজ করতে দিন। তাহলে আপনার সম্পর্কে তার চিন্তাভাবনাকে প্রভাবিত করবে।  

৪. ভালো বন্ধু হোন: আপনার পছন্দের পুরুষের ভালো একজন বন্ধু হন। তার কাছে একজন বিশ্বস্ত ব্যক্তি হন। এর ফলে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি হবে, যা ভেঙে ফেলা কঠিন।

৫. অপ্রত্যাশিত হোন: একজন পুরুষকে পাগল করার জন্য, অপ্রত্যাশিত হওয়ার চেষ্টা করুন। এমন কিছু করুন যা তাকে বিস্মিত করবে। আপনি সাপ্তাহিক ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। মাঝে মাঝে কিছু উপহার দিয়ে তাকে অবাক করে দিতে পারেন। যা তাকে আপনার সম্পর্কে ভাবতে বাধ্য করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Place your advertisement here
Place your advertisement here