• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিদ্যুত বিল কমিয়ে আনার কার্যকরী উপায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

মাঝে মধ্যে বিদ্যুৎ বিল দেখে চমকে ওঠেন অনেকেই। তখন একটা প্রশ্ন মাথায় ঘোরে, এত টাকা বিল এলো কীভাবে? কিন্তু খানিকটা সতর্কতা অবলম্বন করলে বিদ্যুৎ বিল কমানো সম্ভব। বিশেষ করে এই দশ উপায়ে-

* অনেকেই বাসায় এখনো ১০/১৫ বছরের পুরনো ইলেক্ট্রিক যন্ত্র বা তার রয়েছে। সেগুলো ব্যবহার করলে বেশি বিদ্যুৎ ব্যবহার হয়। তাই নতুন ও ভালোমানের পণ্য ব্যবহার করুন।

* বৈদ্যুতিক যন্ত্র কেনার সময় স্টার রেটিং দেখুন। যে যন্ত্রের রেটিং যত বেশি, বিদ্যুৎ খরচ ততটাই কম।

* সিএফএল বা এলইডি বাতি ব্যবহার করুন। এতে ফিলামেন্টের তুলনায় সার্কিট ব্যবহার হওয়ায় বিদ্যুতের খরচ কমে।

* মোবাইল ফোনে চার্জ শেষ হবার পর বিদ্যুৎ লাইনের সুইচটি অফ রাখুন। কারণ সুইচ অন থাকলে কিছুটা অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয়।

* ফ্রিজ ব্যবহারের ক্ষেত্রে দিনে এক ঘণ্টা বন্ধ রাখুন। এতে যন্ত্রও বিশ্রাম পাবে, বিদ্যুৎও বাঁচবে।

* ঘন ঘন এসি চালু ও বন্ধ করলে বিদ্যুৎ খরচ বেশি। একটানা চালিয়ে রাখাই ভালো, তাতে ইউনিট কম ব্যবহার হয়।

* এসির আউটলেট রোদহীন স্থানে রাখতে হবে। রোদ পড়লে এসির আউটলেট গরম হয়, এতে বিদ্যুৎ বেশি খরচ হয়।

* এসির তাপমাত্রা সাধারণত ২৪ ডিগ্রির আশেপাশে রাখা ভালো।

* ফ্রিজে কোনো খাবার রাখার আগে সেই খাবার ঠাণ্ডা করে নিন। তাতে বিদ্যুৎ খরচ কম হবে।

* আপনার ইলেক্ট্রনিক্স যন্ত্রগুলো নিয়মিত সার্ভিসিং করান। এতে বিদ্যুৎ খরচ কমবে।

Place your advertisement here
Place your advertisement here