• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য প্রয়োজন ১৮৫ দিন: শিক্ষামন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন কারিকুলাম বাস্তবায়নের জন্য মোট ১৮৫ দিন প্রয়োজন। আমাদের মূল্যায়নের জন্য ২০ দিন রাখা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগসহ নানা কারণে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এ ধরনের সংকট নিরসনে যে লার্নিং গ্যাপ হয় তা কিভাবে পূরণ করা হবে তা নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, আবহাওয়া অধিদফতর, শিক্ষা প্রশাসন ও শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। নতুন কারিকুলামে যথাযথ সময়কে রি-অ্যাডজাস্ট করার জন্য কি ধরনের পদক্ষেপ নেয়া যায় এবং এর বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হবে।

তিনি বলেন, শিক্ষার সঙ্গে সম্পৃক্ত ছুটি, পাঠক্রম ও পাঠ্যপুস্তক পরিচালনাগত নানা বিষয় একটা বিশেষায়িত কার্যক্রম। এ ছুটি প্রক্রিয়া কিভাবে সমন্বয় করা যায় তা একটু জটিল। বর্তমানে কারিকুলামের দিনগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হচ্ছে। সেক্ষেত্রে নতুন কারিকুলামে শিক্ষা কার্যক্রম যথাযথ পরিচালনার জন্য প্রয়োজনে শুক্রবার দিন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসসমূহ খোলা রাখা হতে পারে বলেও উল্লেখ করেন।

Place your advertisement here
Place your advertisement here