• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

Find us in facebook
সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

এমপির বাবা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বগুড়ার আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সিরাজুল ইসলাম খান রাজু আনারস প্রতীকে নির্বাচিত হয়েছেন। 

নির্বাচিত রাজু বগুড়া-৩ (আদমদিঘী দুপচাঁচিয়া উপজেলা) আসনের এমপি সাইফুল্লাহ আল মেহেদী বাধনের বাবা। সাংসদ বাধনের মা জেলা পরিষদের বগুড়া ৩ সংরক্ষিত মহিলা সদস্য শামীমা আখতার মুক্তা। 

চেয়ারম্যান পদে রাজু নির্বাচিত হওয়ার বিষয়টি মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নিশ্চিত করেছেন বগুড়া রিটার্নিং কর্মকর্তা  ও অতিরিক্ত জেলা প্রশাসক মেসবাউল করিম । রাজুর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রাশেদুল ইসলাম রাজা মোটর সাইকেল প্রতীক।

জেলার দুপচাঁচিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আহম্মেদ বিপ্লব, কাহালুতে হাবিবুল হাসান কবিরাজ সরুজ এগিয়ে আছে। দ্বিতীয় ধাপে মঙ্গলবার বগুড়া জেলার তিন উপজেলার নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়ে শান্তি পুর্নভাবে শেষ হয়েছে। জেলার কাহালু, দুপচাঁচিয়া ও আদমদিঘী উপজেলার ১৮২টি কেন্দ্র।

দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে তিনটি উপজেলার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

নির্বাচনে কাহালু উপজেলায় চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন, দুপচাঁচিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পেদে ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, আদমদীঘি উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যা্ন পদে ২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট শুরু হয়ে সম্পন্ন করা হয়েছে। তিন উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিন উপজেলায় তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নয় প্লাটুন বিজিবি, প্রতিটি কেন্দ্রে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এছাড়া র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোবাইল টিম দায়িত্ব পালন করেছে।

Place your advertisement here
Place your advertisement here