• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বেরোবিতে নবান্ন উৎসব কাল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৩  

Find us in facebook

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে ‘ভ্রাতৃত্বের বন্ধন’ সংগঠনের উদ্যোগে নবান্ন উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ক্যাম্পাসের পরিচিত মুখ কণ্ঠশিল্পী ধনঞ্জয় কুমার টগর। 

আগামীকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাত ৯ টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও  নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম। 

নিজের অনুভূতি প্রকাশ করে টগর বলেন, আমাদের দেশের নবান্ন উৎসব প্রায় বিলুপ্তের পথে। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যে সেই প্রাচীন উৎসবকে তুলে ধরব। আগে এক সময় আমরা দেখতাম গ্রাম বাংলায় অগ্রহায়ণ মাসে নতুন ধান যখন কৃষক কেটে ঘরে তুলতেন তখন নবান্ন উৎসব পালন হতো। কিন্তু এখন আর তা তেমন দেখা যায় না। আমরা সেই ঐতিহ্য কে ধারণ করতেই আমাদের এই আয়োজন।  

অনুষ্ঠান শেষে রাত ১১ টায় আতশবাজি হবে এবং ভ্রাতৃত্বের বন্ধনের নতুন কমিটি ঘোষণা করা হবে।

Place your advertisement here
Place your advertisement here