• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

বদরগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বৃষ্টির দেখা নেই। সারাদেশের মত প্রচণ্ড দাবদাহ খরায় পুড়ছে উত্তরের জেলা রংপুর। অসহনীয় গরমে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।

এমন পরিস্থিতিতে বৃষ্টি চেয়ে গতকাল বৃস্পতিবার সকাল ১১ টার দিকে বিশেষ নামাজ আদায় ও দোয়া করা হয়েছে। বদরগঞ্জ সরকারি কলেজ মাঠে বিশাল চত্ত্বরে খা-খা রোদে বসে ওই নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত মুসলিম সম্প্রদায়ের মানুষজন অংশ নেন। নামাজে ইমামতি করেন, উপজেলার মধুপুর সালেহীয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষক শাহিনুর ইসলাম।

এসময় মোনাজাতে অংশ নেন, বদরগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া হোসেন, বদরগঞ্জ সরকারি কলেজের শিক্ষক খলিলুর রহমানসহ বিভিন্ন মসজিদের ইমামগণ। এছাড়াও আল উছিলা ফাউণ্ডেশনের সদস্যরা এতে অংশ নেয়। ইসতিসকার নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়।

Place your advertisement here
Place your advertisement here