• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

হেনস্তার ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি : ভূমি পেডনেকর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

আরজি কর ঘটনার পর এবার নতুন করে নারী সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছে। সোমবার কলকাতায় এসেছিলেন বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর। সেখানেই লিঙ্গ বৈষম্য, নারী নির্যাতন নিয়ে প্রশ্ন করা হয় তাকে। এ সময় তার সঙ্গে ঘটে যাওয়া হেনস্তার বিষয়ে কথা বলেছেন।

ভূমি পেডনেকর বলেন, ‘যুগ যুগ ধরে চলে আসা অত্যাচারে জর্জরিত নারী। এক কথায় সেই সমস্যার সমাধান সম্ভব নয় কিন্তু মেয়েদের এবার মুখ খুলতে হবে। মুখ বুজে সহ্য করার বদলে মুখ খুলতে হবে। জানাতে হবে তাদের সঙ্গে প্রতি মুহূর্তে ঘটে যাওয়া অত্যাচারের কথা। সমাজকে জানাতে হবে, তবে সমাজকে পাশে পাবেন তারা।’ এদিন সাদা পোশাকে স্নিগ্ধতা ছড়িয়েছেন। তার বক্তব্য জোরালো হলেও তাতে উগ্রতা ছিল না। নিজের জীবনের উদাহরণ দিলেন ভূমি। তার কথায়,‘দেশের প্রত্যেকটি পরিবারের মেয়েরা কোনও না কোনও ভাবে হেনস্তার শিকার হয়েছেন। আমিও আক্রান্ত হয়েছি। দিনের পর দিন সেই ঘটনা মনের মধ্যে পুষে রেখেছি। যার ছাপ এবং চাপ পড়েছে  জীবনযাত্রার উপর যা কাম্য নয়।’

এ অভিনেত্রী জানান, একে হেনস্তার শিকার তার উপরে লোকলজ্জায় নীরব থাকা। মেয়েদের উপরে এ যেন সাঁড়াশি আক্রমণ! যার ভারে মেয়েরা জর্জরিত, ক্লান্ত, তবু তার সমাধান নেই। ঘর থেকেই বদল শুরু হোক। নারী যেমন পুরুষকে সম্মান করবেন, তেমনই পুরুষও সম্মান করতে শিখুক নারীকে। তবেই লিঙ্গ বৈষম্য দূর হবে। তার ভাষ্য, প্রতিদিন খবরের কাগজ খুললেই প্রথম পাতায় জ্বলজ্বল করে ধর্ষণের ঘটনা। পড়তে পড়তে অবসন্ন তিনি। মন হয়ে ওঠে বিদ্রোহী। জানতে চায়, আর কতদিন এভাবে নারী অত্যাচারিত হবে? কর্ম ক্ষেত্রেও লিঙ্গ সমতা ফেরাতে হবে। টেকনিশিয়ানদের থেকে শুরু করতে হবে। শেষ হবে পরিচালনা স্তরে। মেয়েরা যেমন বলবেন, তাদের বক্তব্যও শুনতে হবে। 

পোশাক থেকে আচরণ মেয়েদের সব কিছু নিয়ে সারাক্ষণ সমালোচনা চলে। ভূমির মতে, এটাও নারী হেনস্তার অন্যতম কারণ। পাশাপাশি তিনি শিশুদের বড় করে তোলার বিষয়টির উপরেও জোর দেন। ’এখনকার শিশুরা যেন আগের তুলনায় অনেক বেশি অমানবিক। ওরা অনায়াসে কুকুরের লেজে বাজি বেঁধে জ্বালায়!’।

Place your advertisement here
Place your advertisement here