• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

Find us in facebook

পীরগাছায় চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মে ২০২৪  

Find us in facebook

Find us in facebook

রংপুরের পীরগাছায় চাচাতো ভাইয়ের সাথে কথা কাটাকাটির জের ধরে লাঠির আঘাতে মোকারম হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাতে মোকারম হোসেনকে রক্তাক্ত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর শনিবার সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

আর এ ঘটনাটি ঘটেছে উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট বাজারে। নিহত মোকারম হোসেন ওই ইউনিয়নের কাশিম ( মন্ডলপাড়া) গ্রামের এমদাদুল হকের একমাত্র ছেলে।

পরিবারের লোকজন জানান, গত কয়েক দিন আগে মোকারম হোসেনের সাথে তার চাচাতো ভাই জামাল হোসেনের ছেলে ইমরান হোসেন (২২) এর কথা কাটাকাটি হয়। এ নিয়ে ইমরান হোসেন গত শুক্রবার রাত ৯ টার দিকে স্থানীয় পাওটানাহাট বাজারে মোকারম হোসেনের পিছন থেকে কাঠ দিয়ে সাজোরে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে হাটুরে লোকজন দ্রুত মোকারম হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে শনিবার সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মোকারম হোসেন মারা যান। নিহতের পিতা এমদাদুল হক বলেন, আমার একমাত্র ছেলে মোকারম। আর অভিযুক্ত ইমরান ভাতিজা।

সে মানষিক বিকারগ্রস্থ্য। তাই আমি কোন মামলা- মোকদ্দমায় জড়াতে চাই না। আমি আমার ছেলে মরদেহ চাই। এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, নিজেদের মধ্যে আগে থেকে একটা সমস্যা ছিল। এখন পযর্ন্ত কোন মামলা হয়নি। তবে নিহতের পরিবার আসলে মামলা হবে। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। 

Place your advertisement here
Place your advertisement here