• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

হিরো আলম ও আমাদের সংবাদ মাধ্যম

দৈনিক রংপুর

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

মনোনয়ন সংগ্রহ করার পর থেকে হিরো আলমকে নিয়ে টিভি চ্যানেলগুলোর টক শো'র কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অংশগুলো দেখে ব্যথিত হলাম। 

এরকম লোক হাসানো আয়োজন ও তথাকথিত সাংবাদিকদের বাজে উপস্থাপনা দেখে লজ্জা লাগছে। মনে হচ্ছিল তাকে ব্যক্তিগত আক্রমণ করাই এসব টকশোর আয়োজন। প্রশ্নের নামে তারা হিরো আলমকে মনে হয় জেরা করছেন। 

একটা বর্ণবাদি আচরন। তারা অত্যন্ত স্হুলভাবে হিরো আলমকে জাতীর সামনে 'অশিক্ষিত, অযোগ্য ও হাস্যকর' লোক হিসেবে উপস্থাপন করছেন। 

সংবিধান মতে সংসদ সদস্য হতে যে যোগ্যতা দরকার,  তার সবই হিরো আলমের আছে বলেই তিনি মনোনয়ন চেয়েছেন। বর্তমান সংসদে এমন অনেক এমপি আছে যারা হিরু আলমের চেয়ে বেশি হবে না। 

বিরোধি দল লাড়া দিয়ে ভবন ফেলে দেয়া, গাড়ির চাকায় পিষ্ট হয়ে মানুষ মড়ার খবরে মন্ত্রীর হাসা হাসির মতো হাস্যকর লোক যদি এমপি মন্ত্রী হতে পারি তবে হিরো আলমের মত সহজ সরল লোকের অপরাধ কি? 

উপস্থাপক একজন ব্যক্তিকে 'এই যোগ্যতা নিয়ে আপনার রাজনীতিতে আসার উদ্দেশ্য কি?' এমন প্রশ্ন সত্যি খুবই দুঃখজনক। 

এটি সাংবাদিকতার নীতিবিরোধী। সাংবাদিকতাকে কুলষিত করার সামিল। এতে সংবাদ মাধ্যম মানুষের শ্রদ্ধার জায়গা হারাবে।

Place your advertisement here
Place your advertisement here