• সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৫ ১৪৩১

  • || ০৪ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

খুন হওয়ার ভয়ে বাড়ি ছাড়লেন সালমান খান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪  

Find us in facebook

Find us in facebook

বারংবার হত্যার হুমকি পাওয়ায় উদ্বিগ্ন ভারতীয় সুপারস্টার সালমান খান। তাইতো নিরাপদ জীবন যাপনে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন তারকা অভিনেতা।

সম্প্রতি অভিনেতার ফ্ল্যাটে গুলি করেন দুই বন্দুকধারী। যদিও পুলিশের হাতে ধরা পড়েছেন বন্দুকধারীরা। এই ঘটনার দায় স্বীকার করেও নিয়েছে কুখ্যাত সেই সন্ত্রাসীরা। তারপর থেকেই সালমান খানকে বাড়তি নিরাপত্তা দিয়ে আসছে মহারাষ্ট্র সরকার। তার জন্য চিন্তায় খান পরিবার।

নিরাপদে থাকতে বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে রায়গড় জেলায় চলে যাচ্ছেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রের দাবি, এমনিতেই নিজের বাগানবাড়িতে সময় কাটাতে যেতেন। কিন্তু, সম্প্রতি যেভাবে তার নিরাপত্তা বেড়েছে, তার কারণে শহরবাসীর যাতে কোনও অসুবিধা না হয় সে জন্য এই সিদ্ধান্ত।

এছাড়াও ‘বিগ বস্’-এর শুটিং ফ্লোর থেকেও কাছে হওয়ার কারণে পাকাপাকি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন সালমান। পরিবারের সবার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।

এর আগে সালমান খানের বাড়িতে চার রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। সোমবার (১৫ এপ্রিল) রাতে গুজরাটের ভুজ থেকে দুই সন্দেহভাজন ‘বন্দুকবাজ’কে গ্রেফতার করা হয়। ভিকি গুপ্ত এবং সাগর পল নামের ওই দুই ব্যক্তি বিহারের বাসিন্দা।
 
তবে গুলি ছোড়ার কয়েক ঘণ্টা পর, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই সালমানের বাড়ির সামনে এ অপ্রীতিকর ঘটনা ঘটানোর শুধু দায়ই স্বীকার করেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এ বিষয়ে পোস্ট করে আবারও হত্যার হুমকি দিয়েছেন এ অভিনেতাকে।

Place your advertisement here
Place your advertisement here