• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সারাদেশে নৈরাজ্যে, প্রতিবাদে নীলফামারীতে যুবলীগের বিক্ষোভ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিনে স্বাধীনতা বিরোধী অপশক্তি কর্তৃক দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবলীগ। আজ শনিবার বিকাল সাড়ে ৫টায় জেলা শহরের চৌরঙ্গী মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে সমাবেশে মিলিত হয়। 

এসময় জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপীর সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট, যুগ্ন সাধারণ সম্পাদক আবু সুফি সবুজ, জাফর সাদেক তুহিন, সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রণবানন্দ রায় রাখাল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। 

বক্তারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ, চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় কওমি মাদ্রাসার ছাত্ররা জাতীয় পতাকায় অগ্নিসংযোগ, বঙ্গবন্ধু স্কয়ারের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর, রেলস্টেশন, পুলিশ সুপার কার্যালয়, জেলা মৎস্য অধিদপ্তর, আনসার ক্যাম্পে অগ্নিসংযোগ, গাড়ি ভাংচুর সহ দেশের বিভিন্নস্থানে স্বাধীনতা বিরোধী অপশক্তির হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতা সৃষ্টিকারীদের গ্রেফতার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

Place your advertisement here
Place your advertisement here