• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

সাংবাদিকতায় বিশেষ অবদান: সম্মাননা পেলেন কুড়িগ্রামের ৪ সাংবাদিক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামে নানা আয়োজনে যুগান্তরের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক বিতরণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 
সোমবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি সামনের সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবস্থ সৈয়দ শামসুল হক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এস.এম আমিনুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মো. জাফর আলী, সিনিয়র সাংবাদিক মো. শাহাবুদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের কুড়িগ্রাম প্রতিনিধি এডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

পরে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক তুলে দেয়া হয় প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান, দৈনিক সমকাল ও সময় টিভির মমিনুল ইসলাম মঞ্জু, কালেরকণ্ঠ ও ইনডিপেন্ডেন্ট টিভির আব্দুল খালেক ফারুক, দৈনিক সংবাদ ও নিউজ টোয়েন্টিফোর টিভি’র হুমায়ুন কবির সূর্য ও যমুনা টিভির কুড়িগ্রাম প্রতিনিধি মো. নাজমুল হোসেনকে। সেই সাথে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য নবনির্বাচিত পৌর মেয়র কাজিউল ইসলামের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক।

এছাড়াও উপজেলা পর্যায়ে বর্ষসেরা সাংবাদিক হিসেবে যুগান্তরের উলিপুর উপজেলা প্রতিনিধি ল²ন কুমার সেন প্রথম ও ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি আব্দুল আজিজ মজনু দ্বিতীয় নির্বাচিত হন। তাদের হাতে ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

Place your advertisement here
Place your advertisement here