• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

শেখ কামালের জন্মবার্ষিকী: শেরপুরে ১০ ক্রীড়াবিদ পেল আর্থিক অনুদান

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকীতে শেরপুরে ১০ অসচ্ছল ক্রীড়াবিদকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) আনার কলি মাহবুব বুধবার এ অনুদান প্রদান করেন।  

এসময় তিনি বলেন, এ প্রজন্মের অনেকেই হয়তো শেখ কামাল সম্পর্কে জানেন না। তিঁনি ছিলেন আধুনিক চিন্তা-চেতনার একজন অগ্রগামী মানুষ। তিঁনি মুক্তিযোদ্ধা ছিলেন। স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দেশ গঠনে নেতৃৃত্ব দিয়েছেন। তাঁরই চিন্তার ফসল তারুণ্যেও আবাহন ‘আবাহনি ক্লাব’। তাই শেখ কামালের জন্মদিনে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রীড়াবিদদের জন্য ক্ষুদ্র এ আয়োজন।
 
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়ালিউল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এসময় আরো উপস্থিত ছিলেন- প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়াবিদরা। এদিন ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স ও দাবা ডিসিপ্লিনের জেলার ১০ অসচ্ছল ক্রীড়াবিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।

Place your advertisement here
Place your advertisement here