• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

শনিবার হিলি সীমান্ত দিয়ে আমদানি-রফতানি শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

আগামী শনিবার হিলি দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু করতে দুই দেশের ব্যবসায়ীদের মাঝে বৈঠক হয়েছে। শুক্রবার বিকেলে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় দুই দেশের ব্যবসায়ী নেতাদের মাঝে এ বৈঠক হয়।

বৈঠক শেষে হিলি সিএন্ডএফ এজেন্টের সভাপতি কামাল হোসেন রাজ জানান, করোনার কারণে দীর্ঘ দুই মাস ধরে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ। করোনার ক্রান্তি সময়ে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য নির্দেশনা মেনে আগামীকাল শনিবার থেকে আমদানি-রফতানি শুরু করতে আজকের এ বৈঠক।এছাড়াও প্রতিদিন আমদানি-রফতানির জন্য ৪০টি পণ্যবাহী ট্রাক দিতে ভারতীয় ব্যবসায়ীরা সম্মতি দিয়েছে।

এসময় ভারতের কাস্টমস এক্সপোর্টার সভাপতি আলাউদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক সঞ্জীব মজুমদার, বাংলাদেশের সিএন্ডএফ এজেন্টের সভাপতি কামাল হোসেন রাজ, আমদানি-রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, বিজিবির পক্ষে সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন, পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এদিকে হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান, স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রফতানি কার্যক্রম চালু করতে পানামার পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ভারতীয় ড্রাইভাররা যাতে পোর্টের বাইরে যেতে না পারে যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলি সেটা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছি।

Place your advertisement here
Place your advertisement here