• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

লালমনিরহাটে মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করে হত্যার হুমকি এবং তার বাড়ি যাওয়া রাস্তাটি বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে  অবরুদ্ধ হয়ে পড়েছেন মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পরিবার। প্রশাসনের ঊর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে রাস্তা বন্ধ দেখতে পান তিনি। রাতের অন্ধকারে বাঁশের বেড়া দিয়ে তার চলাচলের রাস্তা বন্ধ করা হয়েছে। 

এর আগে পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে রোববার রাতে আদিতমারী থানায় দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামাণিকসহ ১২ জনের বিরুদ্ধে জিডি করেন আবুল কাশেম। 

জিডি সূত্রে জানা গেছে, উপজেলার দুর্গাপুর এলাকার মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও তার ভাগ্নে জহুরুল ইসলামের ছেলে আসাদের মাঝে পৈত্রিক জমি নিয়ে বিরোধ হয়। আবুল কাশেম পৈত্রিক সম্পত্তি থেকে বোনের অংশ বসতভিটার পাশে ভাগ্নে আসাদকে বুঝিয়ে দেন। 

ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামাণিক নিজ বসতভিটায় জমি বুঝে দেয়ার জন্য মুক্তিযোদ্ধাকে চাপ প্রয়োগ করেন। এতে আবুল কাশেম রাজি না হওয়ায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে উঠেন। 

এরই জের ধরে শুক্রবার বিকেলে ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামাণিক দলবল নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। মুক্তিযোদ্ধাকে তার পরিবারের সদস্যদের সামনেই লাঞ্চিত করেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা এলে চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামাণিক দ্রুত বসতভিটা খালি করে জমি বুঝে দিতে অশ্লীল ভাষায় গালমন্দ করেন। 

তার এই নির্দেশ অমান্য করলে মুক্তিযোদ্ধাকে সপরিবারের হত্যা করে বসতভিটাহীন করে জমি দখলের হুমকি দেন। এতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন মুক্তিযোদ্ধা আবুল কাশেম।

জমির অংশিদার দাবি করা আসাদ বলেন, ইউপি চেয়ারম্যান বলার পরেও জমি ছেড়ে দেয়নি। তাই আমার জমির ওপর আমি বেড়া দিয়েছি। তারা কোন পথে চলবেন সেটা তাদের বিষয়। 

মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে জিডি করায় তিনি ক্ষিপ্ত হয়ে এবার আমার পুরো পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে। আগে হুমকি দেয়া বসতভিটা শূন্য করতে ইউপি চেয়ারম্যান লোকজন দিয়ে রাস্তায় বেড়া দিয়েছেন। অবরুদ্ধ অবস্থায় ইউএনও এবং ওসিকে মোবাইলে বিষয়টি জানিয়েছি। তারা লিখিত অভিযোগ চেয়েছেন। জীবন বাজি রেখে পরাধীন দেশকে স্বাধীন করেছি। আজ সেই স্বাধীন দেশে অবরুদ্ধ থাকা অত্যন্ত লজ্জার। তিনি প্রশাসনের ঊর্দ্ধতন মহলের হস্তক্ষেপ কামনা করেন। 

দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সালেকুজ্জামান প্রামাণিককে তার ব্যবহৃত মোবাইল নম্বরে কয়েক দফায় ফোন করলেও তিনি রিসিভ করেননি।

আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন,  ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আদিতমারীর ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Place your advertisement here
Place your advertisement here