• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রোকেয়া দিবস উপলক্ষে নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের আলোচনা সভা

দৈনিক রংপুর

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার ১৩৮ তম জন্ম ও ৮৬ তম মৃত্যুবার্ষিকী স্মরণে নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের উদ্যোগে আলোচনা সভা অনষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাহিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় সংগঠনের আহবায়ক নন্দিনী দাসেরসভাপতিত্বে বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ

অধ্যাপক সৈয়দা সাহারা ফেরদৌস, অধ্যাপক আব্দুস সোবহান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডঃ তুহিন ওয়াদুদ, শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ, মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জাহানারা বেগম,আফানউল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোনালিসা রহমান, শিক্ষক মাহমুদা চৌধুরী,অফিস সহকারী নাছিমা বেগম,বিজ্ঞান চেতনা পরিষদের লিপি দেবগুপ্ত,রংপুর পদাতিকের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সুমন,নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য পারভীন আক্তার প্রমুখ। সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব সানজিদা আক্তার।

বক্তারা বলেন, বেগম রোকেয়া এদেশের নারী আন্দোলনের পথিকৃত। নারী শিক্ষা বিস্তারে তার ভুমিকার তুলনা হয়তো পাওয়া যাবে। কিন্তু সাম্প্রতিক নারী নির্যাতন ও বৈষম্যের চিত্র পরিস্কারভাবে বুঝিয়ে দেয় রোকেয়ার জীবন-সংগ্রাম এবং চিন্তা,শিক্ষা ও সাহিত্য কর্ম থেকে আমরা কত দুরে অবস্থান করছি। পথেঘাটে, ঘরে- বাইরে নারীর উপর সহিংসতা, লাঞ্ছনা, অপমানের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। ভোগসর্বস্ব জীবনবোধ, অবক্ষয়ী সংস্কৃতি আর সমাজব্যবস্থার আঘাতে ক্ষত-বিক্ষত হচ্ছে সভ্যতা,নারীত্বের সম্মান। আবার আমাদের দেশের নারীসমাজও রোকেয়ার জীবন ও চিন্তা থেকে শিক্ষা নিয়ে এবং তার সীমাবদ্ধতাকে অতিক্রম করে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারছে না। বক্তারা,বেগম রোকেয়ার কর্মময় জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় শোষণমুক্তির সংগ্রাম জোরদার করার আহবান জানান।

Place your advertisement here
Place your advertisement here