• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রাজারহাটে সরকারি নির্দেশনা না মানায় ৫০ হাজার টাকা জরিমানা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের রাজারহাটে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় না রাখায় শিফা ঔষধ ফার্মেসীর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম(৪১)কে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। বৃহস্পতিবার (২মার্চ) রাতে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন এই আদেশ দেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর টহলদল শহরে অভিযান পরিচালনা করে। এসময় রাজারহাট বাজারের সোনালী ব্যাংক চত্বরে শিফা ওষুধের দোকানের মালিক সাইফুল ইসলামকে ক্রেতাদের দুরত্ব বজায় রাখতে বৃত্ত দেয়ার পরামর্শ দেন রাজারহাট ইউএনও ও সেনাবাহিনীর টহল দল। 

কিন্তু তিনি নির্দেশ অমান্য করায় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহা: যোবায়ের হোসেন অভিযান পরিচালনা করে তাকে আটক করে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। আটককৃত সাইফুল ইসলামকে রাজারহাট থানায় সোপর্দ করা হয়। পরে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়ে ছাড়া পান দোকান মালিক। 

শুক্রবার (৩মার্চ) বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেন।

Place your advertisement here
Place your advertisement here