• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রাজারহাটে গুজব সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক রংপুর

প্রকাশিত: ২৯ জুলাই ২০১৯  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রামের রাজারহাটে ছেলেধরা ও মাথা কাটা গুজব সংক্রান্ত সচেতনতা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 'গুজব নিয়ে বিভ্রান্ত হবেন না, অপরকে বিভ্রান্ত করবেন না' – এই শ্লোগানকে সামনে রেখে এলাকাবাসী র‌্যালিতে অংশ নেন।

গতকাল রবিবার সকাল ১০ টায় রাজারহাট থানা পুলিশ প্রশাসন ও কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছেলেধরা ও মাথা কাটা গুজব সংক্রান্ত সচেতনতা সপ্তাহ ২৫-৩১ জুলাই উপলক্ষে রাজারহাট থানা চত্বর থেকে ওই র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্র্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংক চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। 

সভায় রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন-থানার ওসি তদন্ত মোঃ নজরুল ইসলাম,বীরমুক্তিযোদ্ধা (মেজর অবঃ) মোঃ ইউনুছ আলী, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। 

এতে পুলিশ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। সভা শেষে রাজারহাট থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার সকলের মাঝে লিফলেট বিতরণ করেন।

Place your advertisement here
Place your advertisement here