• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরের পীরগাছায় বিশ্ব প্রি-ম্যাচুউরিটি ডে পালিত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

‘সময়ের আগে জন্ম গ্রহণ, সঠিক সময়ে, সঠিক স্থানে, সঠিক সেবা প্রদান’ এই প্রতিপাদ্য নিয়ে রংপুরের পীরগাছায় বিশ্ব প্রি-ম্যাচুউরিটি ডে-২০১৯ নানা কর্মসুচীর মাধ্যমে পালিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে ও ল্যাম্ব বর্ণ অন টাইম প্রজেক্ট এর সহযোগিতায় এ উপলক্ষে রোববার উপজেলা পরিষদ থেকে একটি  বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু আল-হাজ্জাজ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজাহান,  ল্যাম্ব বর্ণ অন টাইম প্রজেক্ট ,পীরগাছার টেকনিক্যাল কো-অর্ডিনেটর নিকোলাস মুর্মু, ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রউফ সরকার, মোঃ ওসমান গণি, সেলিনা আকতার, রূপালি বেগম, বিপ্লব হাসান প্রমুখ। অনুষ্ঠানে ল্যাম্ব বর্ণ অন টাইমের আয়োজনে বাল্য বিয়ের করনীয় সম্পর্কে একটি নাটক প্রদর্শন করা হয়।

Place your advertisement here
Place your advertisement here