• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে ৩২ জন হোম কোয়ারেন্টাইনে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাস প্রতিরোধে রংপুর জেলার বিদেশ ফেরত ৪ জন আছেন হোম কোয়ারেন্টাইনে এবং গত ছয়দিনে রংপুর বিভাগের ছয় জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরত ব্যক্তিদের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে।

জানা যায়, জেলায় মোট চারজন হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে রংপুর সিটি করপোরেশনের ১৬নং ওয়ার্ডের কেল্লাবন্দে সিঙ্গাপুরফেরত এক ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে আছেন। তিনি ১৪ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে আসেন। কাউনিয়া উপজেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন তিনজন। এদের মধ্যে দুজন দুবাই থেকে ৬ মার্চ এবং ৯ মার্চ দেশে আসেন। বাকি একজন এসেছেন ৯ মার্চ ইতালি থেকে।

এদিকে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্র জানায়, ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত ছয়দিনে রংপুর বিভাগের ছয় জেলায় মোট ৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন চারজন, গাইবান্ধায় তিনজন, নীলফামারীতে আটজন, কুড়িগ্রামে এগার জন, লালমনিরহাটে তিনজন এবং দিনাজপুরে তিনজন। এরা সবাই নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের উপপরিচালক সুলতান আহমেদ বলেন, হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সবাই সুস্থ। তাদের দেহে করোনাভাইরাস আছে কি-না তা নিশ্চিত হওয়ার জন্য ১৪ দিন পর্যবেক্ষণ করা হবে। তাই আশপাশের মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই।

Place your advertisement here
Place your advertisement here