• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে স্বাধীনতা বই মেলার উদ্বোধন

দৈনিক রংপুর

প্রকাশিত: ৮ মার্চ ২০১৯  

Find us in facebook

Find us in facebook

সম্মিলিত লেখক সমাজ রংপুরের উদ্যোগে রংপুর অঞ্চলের তরুণ প্রজন্মকে বইমুখি ও লেখকদের সাহিত্য চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ নিয়ে ৪র্থ বারের মতো বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাহিত্যমঞ্চ টাউন হল চত্বরে উদ্বোধন হয়েছে ১১দিনব্যাপী স্বাধীনতা রংপুর বইমেলা। বৃহস্পতিবার বিকেলে র‌্যালী ও ফিতা কেটে স্বাধীনতা রংপুর বইমেলার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী।

এবারের বইমেলায় ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের মোট ৩৩ টি স্টলের মাধ্যমে লিটলম্যাগ, সাহিত্য প্রতিষ্ঠানসহ ৩০ টি প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছেন। রংপুর বইমেলা প্রতিদিন বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে। বইমেলায় প্রতি শুক্রবার বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রুহুল আমিন মিঞা, রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য ও শিখা সংসদ রংপুরের সভাপতি বিপ্লব প্রসাদ। সভাপতিত্ব করেন রংপুর বইমেলার বাস্তবায়ন কমিটির আহবায়ক সাইদ সাহেদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক মনজিল মুরাদ লাভলু।

এছাড়া রংপুর বইমেলা ২০১৯ এর বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রেজাউল করিম জীবন এর সঞ্চালনে বক্তব্য রাখেন উপদেষ্টা প্রফেসর মোজাম্মেল হক, ডা: মফিজুল ইসলাম মান্টু, একে এম শহীদুর রহমান বিশু, বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, প্রফেসর শাহ আলম, মতিউর রজমান বসুনীয়া কাব্যনিধি, লেখক ও সাংবাদিক আফতাব হোসেন, ছড়াকার প্রকৌশলী দেলোয়ার হোসেন, প্রবন্ধকার রেজাউল করিম মুকুল, কবি ও সাংবাদিক নজরুল মৃধা, এস এম খলিল বাবু, বইমলোর অর্থ সচিব মতিয়ার রহমান, সদস্য কবিরাজ ইসমাইল মোল্লা প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here