• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুরে সাত দিনে ২৫ কোটি টাকার উর্ধ্বে কর আদায়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরে আয়কর মেলার সাত দিনে ২৫ কোটি টাকার উর্ধ্বে কর আদায় হয়েছে। মেলায় রিটার্ন দাখিল করেছেন ৩৮ হাজার ১৮ জন। বিগত বছরের চেয়ে এবার প্রায় দেড় কোটি টাকা বেশি কর আদায় হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মেলার শেষ দিনে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান রংপুর কর অঞ্চলের কর কমিশনার মোঃ আবদুল লতিফ।

তিনি বলেন, রংপুর কর অঞ্চলের মেলায় গত সাত দিনে প্রায় ৮০ হাজার করদাতা সেবাগ্রহণ করেছেন। রিটার্ন দাখিল করেছে ৩৮ হাজার ১৮ জন। নতুন ই-টিআইএন এর পরিমাণ ১ হাজার ৩৫৮। এবার রি-রেজিস্ট্রেশন করেছে মাত্র ছয় জন।

কর কমিশনার মোঃ আবদুল লতিফ বলেন, গত বছরের চেয়ে এবার মেলায় আয়কর আদায় বেশি হয়েছে। মোট দাখিলকৃত রির্টানের বিপরীতে ২৫ কোটি ১২ লাখ ৩৭ হাজার ১০৩ টাকা কর আদায় হয়েছে। গত বছর কর আদায় হয়েছিল ২৩ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৮৪৯ টাকা।

উপ-কর কমিশনার সুমন কুমার বর্মন জানান, আয়কর মেলাতে উল্লেখযোগ্য সংখ্যক করদাতা উৎসব ও আনন্দমুখর পরিবেশে আয়কর রিটার্ন দাখিল করেছেন। মেলায় একই স্থানে আয়কর রিটার্ন ফরম ও চালান সংগ্রহ, পরামর্শ গ্রহণ ও ব্যাংক এবং ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর জমা দিয়ে অতি অল্প সময়ে করদাতাগণ দ্রুত সেবা পেয়েছেন।

তিনি আরও বলেন, জনগণের মাঝে রাজস্ব সংস্কৃতি চর্চা বৃদ্ধিতে দেশব্যাপী আয়কর মেলা আরও বিস্তৃত করা হবে। গত বছর আয়কর মেলায় সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা ছিল প্রায় ৫৮ হাজার। রিটার্ন দাখিল করেছিল ১৯ হাজার ২৩২ জন। এবার তা ছাড়িয়েছে গেছে।

এবছর রংপুর কর অঞ্চলের আওতায় রংপুর মহানগরীসহ সাত জেলা ও পাঁচটি উপজেলার মোট ১২টি ভেন্যুতে আয়কর মেলার আয়োজন করা হয়।

 

Place your advertisement here
Place your advertisement here