• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে সবজির দাম কমায় ক্রেতাদের মাঝে ফিরেছে স্বস্তি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

অস্বাভাবিক দাম বাড়ার পর অবশেষে রংপুরের সবজির বাজারে কমতে শুরু করেছে দাম। প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে ৫ থেকে ১০ টাকার বেশি কমেছে। আর কিছু সবজির দাম অর্ধেকের বেশি কমে এসেছে। এর ফলে সাধারণ মানুষের মঝে বিরাজ করছে স্বস্তি।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, একদিনের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ৫০ টাকার বেশি কমে অর্ধেকে নেমে এসেছে। ঢেঁড়স শসার দামও কমেছে অনেকখানি। একদিনে দুটি পণ্যের দাম কেজিতে ১৫ টাকা পর্যন্ত কমেছে।

বেগুন, ঢেঁড়স শসার পাশাপাশি কিছুটা দাম কমেছে পাকা টমেটো, ধুন্দুল, পটল, শিম, বরবটির। এসব সবজির দাম কেজিতে ১০ টাকার মতো কমেছে।

অস্বাভাবিক দাম বেড়ে কেজি ১০০ টাকায় উঠে যাওয়া শসার দাম কমে এখন ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে। ঢেঁড়সের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা গতকাল শুক্রবার ছিল ৭০ থেকে ৮০ টাকা।

দাম কমে যাওয়ার বিষয়ে রংপুর সিটি বাজারের ব্যবসায়ী মো. আবুল কাশেম বলেন, রংপুর শহরের মানুষদের একটি বড় অংশ শুক্রবার বাজার করেন। কারণে শুক্রবার সবজির দাম একটু বেশি থাকে। রোজার প্রথম শুক্রবার হওয়ায় গতকাল সবজির দাম হঠাৎ করেই অস্বাভাবিক বেড়ে গিয়েছিল।

মিলন মিয়া নামের অপর এক ব্যবসায়ী বলেন, গতকালের তুলনায় আজ সবজির সরবরাহ বেশি। কিন্তু চাহিদা কম। কারণে সবজির দাম কমেছে। সরবরাহ কম থাকলে সবজির দাম আবার বেড়ে যেতে পারে।

সিটি বাজারে বাজার করতে আসা শফিকুল ইসলাম নামের একজন জানান, বাজারে প্রায় সব ধরনের সবজির দামই কেজিতে ১০ টাকার বেশি কমেছে। কয়েকটি সবজির দাম অর্ধেকেরও বেশি কমেছে। তবে মাছ মাংসের দাম আগের মতোই রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here