• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে মটরসাইকেল ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেফতার

দৈনিক রংপুর

প্রকাশিত: ১০ মার্চ ২০১৯  

Find us in facebook

Find us in facebook

বিক্রয় ডটকমে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূল্যের মটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন আল-আমিন। এই বিজ্ঞাপন দেখে ক্রয় নাটক সাজিয়ে প্রতারণার মাধ্যমে মটরসাইকেলটি ছিনতাই করে একটি চক্র। সেই ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৯ মার্চ) বিকেলে সংবাদ সম্মেলন করে এতথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদের।

তিনি জানান, মামলার বাদি আল-আমিন তার ব্যবহৃত লাল রঙের ১৫০ সিসি ইয়ামাহা আরফিপটিন মটরসাইকেলটি বিক্রয়ের জন্য বিক্রয় ডটকমে একটি বিজ্ঞাপন প্রকাশ করেন। সেই বিজ্ঞাপন দেখে প্রতারক চক্রের সাকিব নামে এক সদস্য আল-আমিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে মটরসাইকেলটি ক্রয়ের আগ্রহ প্রকাশ করে ২৮ জানুয়ারী মুচির মোড় হজ্জ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ডেকে নেন। সেখানে উভয়ে আলাপচারিতা শেষে ট্রাইল দেওয়ার কথা বলে সাকিব নিজে সামনে বসে এবং আল-আমিনকে পিছনে নিয়ে মটরসাইকেলটি চালিয়ে হাজীরহাট থানা মোড় রংপুর-সৈয়দপুর মহাসড়কে পৌঁছে মামাকে ফোন দেয়ার কথা বলেন। এসময় আল-আমিন গাড়ি থেকে নেমে পড়ে এবং তার ব্যবহৃত দশ হাজার টাকা মূল্যের ওয়ালটন এনটু মোবাইল ফোনটি সাকিবকে কথা বলার জন্য হাতে দেয়। সুযোগ বুঝে মোবাইল হাতে নিয়ে দ্রুত গতিতে সেখান থেকে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায় সাকিব।

ওসি আরো জানান, ওই ঘটনায় বাদি আল-আমিন ৮ মার্চ হাজীরহাট থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলার সূত্র ধরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বিপিএম (সেবা) এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শহিদুল্লাহ্ কাওছার পিপিএম (সেবা) এর সার্বিক তত্বাবধায়নে এবং সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (পরশুরাম জোন) শেখ মোঃ জিন্নাহ আল মামুনের নেতৃত্বে পরশুরাম থানার সমন্বয়ে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য লাভলু মিয়া ওরুফে সাকিব (২৩), রাকিব রেদওয়ান মির্ম্ময় (২০) ও মাহবুব আলম রিপন (৪০) কে মটরসাইকেল গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মটরসাইকেলটি ও মোবাইল ফোনসহ চারটি মটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া তিন জনের মধ্যে দুইজন রংপুরের এবং একজন নীলফামারীর সৈয়দপুরের বাসিন্দা।

Place your advertisement here
Place your advertisement here