• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

রংপুরে বাড়ি ফিরলেন আরও ৬ করোনাজয়ী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ মে ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরের ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল থেকে সুস্থ হয়ে আরও ছয়জন বাড়ি ফিরলেন। রোববার (১৭ মে) দুপুরে করোনামুক্ত হওয়ায় ওই ছয়জনকে ছাড়পত্র দেয়া হয়। এ নিয়ে মোট ৩৬ জন এই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরলেন।

সুস্থ হওয়ারা হলেন, বদরগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে কর্মরত নাজমুন নাহার (২৬), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্স রেজওয়ানা (৪৫) এবং শাহীনা পারভীন (৪০), রংপুর কারুপণ্য লিমিটেডের জিএম সৈয়দ অনোয়ার হাবিব (৪৩) এবং রংপুর শহরের বাসিন্দা শমসের আলী (৫৫)। বিদায় নেয়ার সময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা তাদেরকে ফুল ও চিঠি দিয়ে শুভেচ্ছা জানান।

ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এসএম নূরুন নবী  জানান, নাজমুন নাহার গত ৭ মে, শমসের আলী, সৈয়দ অনোয়ার হাবিব ও রেজওয়ানা ৮ মে এবং শাহীনা পারভীন ৯ মে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই ছয়জনের শরীরে কোভিড-১৯ এর উপসর্গ না থাকায় এবং পরপর দুইবার নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট পাওয়ায় রোববার তাদের ছাড়পত্র প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, গত ১৯ এপ্রিল এই হাসপাতালের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে ৭১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এরমধ্যে রোববার (১৭ মে) পর্যন্ত ৩৬ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৩৫ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here