• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেফতার ১২

দৈনিক রংপুর

প্রকাশিত: ১০ মার্চ ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১০ আসামীকেসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। গত দুই দিনে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে মেট্রাপলিটন পুলিশ। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন আরপিএমপি’র সহকারি পুলিশ কমিশনার (হেড কোয়ার্টার্স এন্ড মিডিয়া) রেজানুর বেগম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর কেল্লাবন্দ এলাকা থেকে শাহজাদ খান ওরুফে ছটু নামে এক যুবককে গ্রেফতার করে। এসময় ওই যুবকের কাছ থেকে গোলাপি রঙের ১০পিচ ইয়াবা উদ্ধার করা হয়। সে কেল্লাবন্দ চাঁদনী হোটেল মালিকের বাড়িতে ভাড়া থাকেন। ছটু দিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসমানপুর ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মোঃ মোস্তফা খানের ছেলে। এছাড়া পশ্চিম খাসবাগ এলাকা থেকে আবির হোসেন নয়ন নামে এক যুবককে ২৫পিচ ইয়াবাসহ গ্রেফতার করে মাহিগঞ্জ থানা পুলিশ। নয়ন স্থানীয় আবুল কাশেম ড্রাইভারের ছেলে। গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালী ও মাহিগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত কোতয়ালী থানায় ৬, তাজহাট থানায় ১, মাহিগঞ্জ থানায় ২, হারাগাছ থানায় ২ জন, এবং গোয়েন্দা শাখায় (ডিবি) ১ জন আসামীসহ মোট ১২জন গ্রেফতার হয়। গ্রেফতারদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রেজানুর বেগম জানান, রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ গত বৃহস্পতিবার মটরযান আইনের আওতায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে ১৮৭টি মামলা দায়ের করেছে। এতে সাতান্ন হাজার নয়’শ টাকা জরিমান আদায় করা হয়।

Place your advertisement here
Place your advertisement here