• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে মালিঙ্গার?

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দলটির নাম মুম্বাই ইন্ডিয়ান্স। যাদের ঘরে আছে পাঁচটি ট্রফি। আর কয়েক মাস পরেই শুরু হবে আইপিএলের ১৪ তম আসর। তার আগে ফেব্রুয়ারি মাসে হবে মিনি নিলাম। তাই আগেভাগেই চতুর্দশ মৌসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের জন্য নিলাম হতে পারে আগামী ১১ ফেব্রুয়ারি। তার আগে ২০ জানুয়ারির মধ্যে সমস্ত দলগুলিকে তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা দিতে হবে।

এই অবস্থায় সবার চোখ থাকবে মুম্বাই ইন্ডিয়ান্স কোন কোন ক্রিকেটারদের রিলিজ করে দেয়। সূত্রের খবর অনুযায়ী এই তালিকায় যারা রয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লাসিথ মালিঙ্গা। লঙ্কান এই বর্ষীয়ান গতিদানব ব্যক্তিগত কারণে ত্রয়োদশ আইপিএলে খেলেননি। তার বয়সও হয়েছে। ফলে তাকে রিলিজ দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যজন হলেন অজি তারকা ক্রিস লিন। অস্ট্রেলিয়ায় এই ব্যাটসম্যানকে ২ কোটি রুপিতে কিনেছিল মুম্বাই।

সমস্যার সৃষ্টি হয়েছে লিনের ব্যাটিং পজিশন নিয়ে। রোহিত শর্মা ও কুইন্টন ডি'কক থাকায় ওপেনিংয়ে জায়গা ফাঁকা নেই। তাই একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি লিন। এছাড়াও শেরফেন রাদারফোর্ড, আদিত্য তারেদের নামও উঠে আসছে রিলিজের তালিকায়। তার প্রধান কারণ হলো, মুম্বাই ক্রিকেটার ধরে রাখার পেছনে অর্থের পরিমাণ কমাতে চাইছে, যাতে মিনি নিলামে ভালো কয়েকজন ক্রিকেটারকে দলে নেওয়া যায়। আসলে কী হতে যাচ্ছে তা সময়ই বলে দেবে।

Place your advertisement here
Place your advertisement here