• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মিঠাপুকুরে আবাসন প্রকল্পে আগুন,পুড়ে ছাই ১০টি ঘর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

রংপুরের মিঠাপুকুরের বিনোদপুর আবাসন প্রকল্পে আগুনের ঘটনায় ১০টি ঘর পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার দাবি করছেন ভুক্তভোগীরা।

শনিবার দুপুরে উপজেলার দুর্গাপুর ইউপিতে এ ঘটনা ঘটে। এরপর থেকে প্রায় শিশু-নারীসহ অর্ধশত মানুষ খোলা আকাশেল নিচে বসবাস করছে।

ক্ষতিগ্রস্তরা হলেন- প্রভাত চন্দ্র, শিরিস চন্দ্র, মিঠু চন্দ্র, যতীশ চন্দ্র, সুশান্ত বর্মণ, কাজল চন্দ্র, মংলু উড়াও, পাতি চন্দ্র, কেশরী মিনজি ও বিপুল কেরকাটা। আগুনে  তাদের ঘরে থাকা নগদ টাকা, পোশাক, আসবাবপত্র, চাল-ডালসহ ১৫ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগীরা। 

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের অধিনায়ক কাজল মিয়া জানান, আবাসন প্রকল্পে ৫০টি হিন্দু ও আদিবাসি পরিবারের বসবাস করছিলেন। শনিবার দুপুরে প্রভাত চন্দ্রের ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই চারদিকে আগুনে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শঠিবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

এদিকে মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা ও চাল বিতরণ করা হয়।

Place your advertisement here
Place your advertisement here