• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

মা ও শিশুদের পুষ্টি প্রকল্পের সুবিধাভোগীদের ক্যাশ কার্ড বিতরণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

“ভাল থাক মা ও শিশু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় মা ও শিশুদের পুষ্টি নিশ্চিতকল্পে সুবিধাভোগীদের মাঝে ক্যাশ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার(১৬ নভেম্বর) সকালে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সুজাউদ্দৌলা।

ইউপি চেয়ারম্যান হামিদুল হক সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, যত্ন প্রকল্পের উপজেলা ম্যানেজার সফিকুল ইসলাম প্রমুখ।

ইউএনও সুজাউদ্দৌলা বলেন, স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ সমাজের অতিদরিদ্র মানুষদের জন্য ইনকাম সাপোর্ট প্রোগাম ফর দ্যা পুওরেষ্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের মাধ্যমে আয়-সহায়ক কর্মসুচি গ্রহণ করে। এই উপজেলার অতিদরিদ্র পরিবারসমুহের অন্তঃসত্ত্বা নারী এবং ০ থেকে ৬০ মাস বয়সি শিশু ও তাদের মা এই প্রকল্পের আওতাভুক্ত।

স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সহযোগীতায় এই প্রকল্প ৫ বছর মেয়াদে চলবে। 

যত্ন প্রকল্পের ম্যানেজার সফিকুল ইসলাম জানান, শিমুলবাড়ী ইউনিয়নে প্রায় এক হাজার ৩৩৯ জন সুবিধাভোগী কার্ড পাচ্ছে।

সূত্র মতে, এই প্রকল্পের মাধ্যমে উপজেলায় ১৪ হাজার সুবিধাভোগী ২০২৪ সাল পর্যন্ত এই সুবিধা পাবে। প্রতি ৩ মাস অন্তর পোস্ট অফিসের মাধ্যমে প্রদত্ত ক্যাশ কার্ড পাঞ্চ করে ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে তারা এই টাকা উত্তোলন করতে পারবে।

Place your advertisement here
Place your advertisement here