• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভারতে সাত মাস পর সর্বোচ্চ দৈনিক সংক্রমণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাসের সংক্রমেণর ধাক্কায় ক্রমেই নাজেহাল হয়ে যাচ্ছে ভারতের পরিস্থিতি। গত বছর সেপ্টেম্বরে দৈনিক সংক্রমণ যেমন শিখরে পৌঁছেছিল, এবার সে রকম পরিস্থিতি তৈরি হচ্ছে ভারতে। 

এ নিয়ে চিন্তা বাড়ছে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্য প্রশাসনের। এজন্য রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে বেশ কিছু রাজ্যে। 

এখনই লকডাউনের কথা ভাবছে না বলে জানানো হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে যদিও জানিয়েছেন, এভাবে চলতে থাকলে শিগগিরই লকডাউন জারি হতে পারে সে রাজ্যে।

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৯ হাজার ১২৯ জন। ভারতে মোট আক্রান্ত হয়েছে এক কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০ জন। 

গত বছর ১৭ সেপ্টেম্বর ভারতের দৈনিক সংক্রমণ হয়েছিল ৯৭ হাজার। তার পর থেকে তা কমতে শুরু করে। কমতে কমতে এক সময় ১০ হাজারের নীচেও নেমেছিল দৈনিক সংক্রমণ। কিন্তু গত কয়েক সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ সংক্রমণকে আবারো এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।

ভারতে দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছে ৪৭ হাজার ৯১৩ জন। গত বছরেও এতটা করুণ অবস্থা হয়নি সেখানে।

Place your advertisement here
Place your advertisement here