• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে তিন বাংলাদেশি নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার দুয়ারপাল সীমান্তের নীলমারী বীল এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশের বেশ কয়েকজন গরু আনতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে আসার পথে ক্যাদারীপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ জোয়ানরা তাদেরকে পেছন দিক থেকে গুলি ছোঁড়ে। এ সময় বিএসএফর ছোঁড়া গুলিতে ভারতের অভ্যন্তরে বিষ্ণপুর বিজলীপাড়ার শুকরার ছেলে সন্দিপ, কাঁটাপুকুরের জিল্লুর রহমানের ছেলে কামাল এবং বাংলাদেশের অভ্যন্তরে চকবিষ্ণপুর দিঘিপাড়ার খোদাবক্সের ছেলে মফিজ উদ্দিন নিহত হয়।

পোরশা থানার ওসি শাহিনুর রহমান এবং ইউএনও নাজমুল হামিদ রেজা ঘটনাস্থলে রয়েছেন।

এ বিষয়ে ১৬ বিজিবি হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান বলেন, বাংলাদেশের অভ্যন্তরে একজন মারা গেছেন অপর দু’জন ভারতের অভ্যন্তরে মারা গেছে কিনা খোঁজ খবর নিচ্ছেন বলে জানান। তিনি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান।

Place your advertisement here
Place your advertisement here