• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বোর্ডের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমার ছিলো: মাশরাফি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, একসময় দেশের গণমাধ্যম, জনগণের সমর্থন আমার ছিলো আমি চাইলে বোর্ডের বিপক্ষে যেতে পারতাম, বোর্ডের বিপক্ষে যাওয়ার ক্ষমতা আমার ছিলো।

খেলাধুলা ভিত্তিক একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাশরাফি বলেন, শ্রীলঙ্কা সফরে সেই ব্যক্তি ( নাম প্রকাশে অনিচ্ছুক) তার সঙ্গে কথা বলার পরই তিনি বুঝতে পারেন তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে।

সেই অজ্ঞাত ব্যক্তির সঙ্গে কথা বলার পরই তিনি টি-টোয়েন্টি ছাড়ার সিদ্ধান্ত নেন। মাশরাফি বলেন, শ্রীলঙ্কা থেকে এসে ঠাণ্ডামাথায় আমি অবসর নিয়েছি। আমি মনে করি সেটাই আমার সঠিক সিদ্ধান্ত ছিলো। আমার ২০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে বোর্ডের কারো সঙ্গেই কখনও আমার কোনো বিরোধ ঘটেনি।

সাবেক এই অধিনায়ক বলেন, আমি ক্রিকেট বোর্ডের প্রতি সম্মান রেখেছি। আমি এমন কোনো কথা বলেনি যেটা বোর্ডের সঙ্গে সাংঘর্ষিক হয়। আমি যেহেতু বোর্ডের বেতন নেই তাই আমি চাইনি বোর্ডের বিপক্ষে কোনো কথা বলতে। আমি আমার কষ্ট আমার ভিতরেই রেখে দিয়েছিলাম। এই সব চিন্তা করেই তখন আমি চুপ থেকেছি।

Place your advertisement here
Place your advertisement here