• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বেরোবি সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক বকুল

দৈনিক রংপুর

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)'র ২০১৯ কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে দৈনিক খোলাকাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে বাংলানিউজের মাহফুজুল ইসলাম বকুল নির্বাচিত হয়েছেন। সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনে সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হন। 
নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন, সহসভাপতি মোবাশ্বের আহমেদ ( দৈনিক ইত্তেফাক), যুগ্ম সম্পাদক সৌম্য সরকার (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), দফতর সম্পাদক ইসমাইল হোসেন রিফাত (দৈনিক প্রতিদিনের সংবাদ), অর্থ সম্পাদক এস এম আল আমিন (দৈনিক সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইভান চৌধুরী (দৈনিক মানবজমিন), কার্যনির্বাহী সদস্য আদিব হোসাইন(দৈনিক ভোরের কাগজ) এবং জাকির হোসাইন রুম্মান( দৈনিক যুগের আলো)। 
এতে তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার। কমিশনের অন্য সদস্যরা হলেন বেরোবিসাসের উপদেষ্টা ও  প্রক্টর(চলতি দায়িত্ব) অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. নজরুল ইসলাম। 


নির্বাচন শেষে সাংবাদিক সমিতির ২০১৮ বর্ষের কার্যনির্বাহী পরিষদের সভাপতি এইচ এম নুর আলম এবং সাধারণ সম্পাদক মোবাশ্বের আহমেদ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

পরে বিকেলে নবনির্বাচিত সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যরা রংপুরের ডিসির মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

এদিকে বেরোবিসাস'র নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রগতিশীল শিক্ষক সমাজ, নীল দল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, জেলা কল্যাণ সমিতি, রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরসহ বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিবর্গ।

Place your advertisement here
Place your advertisement here