• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বেঞ্চ, শ্রেণিকক্ষ সংকটে রংপুরের কাউনিয়া উপজেলার প্রাথমিক বিদ্যালয়

দৈনিক রংপুর

প্রকাশিত: ১৭ আগস্ট ২০১৯  

Find us in facebook

Find us in facebook

বেঞ্চ ও শ্রেণিকক্ষ সংকটে রংপুরের কাউনিয়া উপজেলায় হারাগাছ ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। এতে অনেক সময় দাঁড়িয়েও ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। বেঞ্চ সংকটের কারণে নিয়মিত ক্লাস ছাড়াও পরীক্ষার সময় গাদাগাদি করে বসে লিখতে হয় তাদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজিয়া সুলতানা বলেন, উপজেলার হারাগাছ পৌর এলাকায় মেনাজ বাজারে ১৯৪৬ সালে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বর্তমানে এ বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে ৩৩২ জন।

বিদ্যালয়ে মোট পাঁচটি কক্ষের মধ্যে একটি অফিস কক্ষ আর বাকি চারটি ক্লাসরুম। এরমধ্যে দুইটি রুম ব্যবহার অযোগ্য। শিক্ষার্থী অনুযায়ী বড়-ছোট মিলে ১১০ জোড়া বেঞ্চ দরকার। কিন্তু আছে মাত্র ২৮ জোড়া।

তিনি বলেন, স্কুলে অর্ধবার্ষিকী পরীক্ষা শুরু হয়েছে। বেঞ্চ সংকটের কারণে ক্লাসরুমে শিক্ষার্থীদের গ্রুপ করে সিট প্লান করা হয়েছে।

সরেজমিন সূত্র বলছে, গোল করা ব্রেঞ্চে শিশু শিক্ষার্থীরা কেউ দাঁড়িয়ে আবার কেউবা গাদাগাদি করে বসে পরীক্ষার খাতায় লিখছে। দূর থেকে দেখলে মনে হবে পরীক্ষা নয়, যেন চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জেনিয়া তাবাসুম ও সিয়াম জানায়, দেখুন আমরা কত কষ্ট করে খাতায় প্রশ্নের উত্তর লিখছি। শুনেছি আমাদের জন্য নাকি ব্রেঞ্চের বরাদ্দ নাই।

চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাজমুল ও মৌমিতা জানায়, গাদাগাদি করে পরীক্ষা খাতায় উত্তর লিখতে আমদের সদস্যা হয়।

নাম প্রকাশ না করার শর্তে ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক বলেন, শ্রেণিকক্ষ ও বেঞ্চ সংকটসহ বিভিন্ন সমস্যার বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

কয়েকজন অভিভাবক জানান, শিক্ষার মান ও শিক্ষা পরিবেশ উন্নয়নে সরকার যেভাবে শিক্ষাখাতকে গুরুত্ব দিয়েছে, মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা তেমন গুরুত্ব দিচ্ছেন না। ফলে বিদ্যালয়ের এই অবস্থা। এতে করে এ অঞ্চলে একদিকে বাড়ছে না শিক্ষার হার। অন্যদিকে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে।

তারা বলেন, শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে দ্রুত সমস্যাগুলো সমাধান করা দরকার।

উপজেলা শিক্ষা অফিসার স্বপন কুমার অধিকারী জানান, বেঞ্চ সংকটের বিষয়টি তিনি এইমাত্র জানতে পারলেন। ওই বিদ্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে বেঞ্চ তৈরির ব্যবস্থা নেয়া হবে।

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

Place your advertisement here
Place your advertisement here