• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বীরগঞ্জে সেনাবাহিনীর টহল জোড়দার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় শুক্রবার দুপুর ১২টার দিকে সেনাবাহিনী-পুলিশ’র টহল শুরু করে। এসময় জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা শুরুর পাশাপাশি ঘরে থাকার নির্দেশ প্রদান করা হয়। এরপর থেকে মহাসড়ক ও বিভিন্ন সড়কে থাকা ছোটছোট যানবাহন বন্ধসহ জনসাধারণের চলাচল কমে যায়। ফলে রাস্তাঘাট অনেকটা ফাঁকা হয়ে যায়। 

জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসক, সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন ও পুলিশের টহলসহ বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয়রা  জানান, বীরগঞ্জ পৌরশহরসহ উপজেলাগুলোতে এখন যান চলাচল অনেক কমে গেছে। মানুষ সামাজিক নিরাপত্তা বজায় রাখতে ঘর থেকে বের হচ্ছে না।  যান চলাচল নিয়ন্ত্রণে এসেছে। ফলে হাতে গোনা দু' একটি অটোরিকশা,পাগলু, চ্যার্জার ভ্যান বা মোটরসাইকেল ছাড়া তেমন যান চলাচল করছেনা।  

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেন জানান, উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে আরও সচেতন করতে সেনাবাহিনী টহল ও পুলিশের টহল ব্যাপক জোরদার করা হয়েছে। সবার সুরক্ষা নিশ্চিত করতে এমন কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকা ও অপরকে নিরাপদ রাখতে পরামর্শ দেয়া হচ্ছে। 

এছাড়াও করোনা আতঙ্ককে কাজে লাগিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন কেউ বাড়াতে না পারে সে বিষয়টি তাঁরা নিশ্চিত করছেন।

Place your advertisement here
Place your advertisement here