• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বিএনপি সহিংসতার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত জবাব দেবে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

Find us in facebook

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে ফের আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করে সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত জবাব দেবে বলে জানিয়েছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার এটা কোনো রাজনৈতিক মামলা না। তার এ মামলা সরকার করেনি। তার মামলা তত্ত্বাবধায়ক সরকারের আমলের মামলা। তাকে রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই। কারামুক্ত করা আদালতের ব্যাপার।

রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর, মেঘনা ও গোমমতি দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরনো তিনটি সেতুর পুনর্বাসন প্রকল্পের সমাপ্তিকরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ মামলা বিলম্বের জন্য বিএনপি নিজেরাই দায়ী বলে মন্তব্য করে তিনি বলেন, তারা সময়মতো আদালতে হাজিরা দিলে এই মামলা অনেক আগেই নিষ্পত্তি হয়ে যেতো।

আওয়ামীলীগ সরকার গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে জাপানের সহায়তায় কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু আধুনিক ও যুগোপযোগী করে চার লেনে নির্মাণ করা হয়েছে। জাপানি কোম্পানি জাইকা আজ এই সেতু তিনটি আমাদের কাছে হস্তান্তর করেছে।
 
সেতু তিনটির কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে সম্পন্ন করায় ১৩ শ’ ৮৮ কোটি টাকা ব্যয় কম হয়েছে। এ জন্য জাপান সরকারের প্রতি ধন্যবাদ জানান মন্ত্রী।

সেতু তিনটিকে দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দেশের সড়ক পরিবহন ও সেতু বিভাগের সব প্রকৌশলী ও ঠিকাদারদের জন্য শিক্ষণীয় ও অনুকরণীয় হয়ে থাকবে। এ তিনটি সেতু দেশের সর্ববৃহৎ মহাসড়ক। এ সড়কে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ ৪ থেকে ৫ ঘণ্টার মধ্যে সম্ভব এবং এর মধ্যমে সব ধরণের পণ্য পরিবহন সহজ হবে।

Place your advertisement here
Place your advertisement here