• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

`বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও অসাধু ব্যবসায়ীরা বাড়ায় দাম`

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, অনেক প্রতিকুল অবস্থার মধ্যে বর্তমান সরকার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্তমানে পেঁয়াজ নিয়েও রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। বাজারে পেঁয়াজের সরবরাহ থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী অস্বাভাবিক হারে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। এই দাম কেনো বাড়লো, কি  কারণে বাড়ানো হলো-এটা সরকার পর্যালোচনা করছে এবং এ ব্যাপরে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, তৃণমুল পর্যায়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার জন্য গ্রাম পর্যায়ে কমিটি গঠন করা হবে। তারাই আওয়ামীলীগের মুল নেতৃত্ব দেবে।

১৬ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন খালিদ মাহমুদ চৌধুরী। সকল প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি। 

আব্দুর রৌফ মিলনায়তনের আয়োজিত বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, যুগ্ন আহবায়ক এটিএম মামুন,  সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুর প্রমুখ।

সভায় বোচাগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Place your advertisement here
Place your advertisement here