• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বাংলাসহ ৪২ ভাষায় ওয়েবপেজের কনটেন্ট পড়তে পারবে গুগল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

বাংলাসহ ৪২ ভাষায় ওয়েবপেজের কনটেন্ট পড়তে পারবে গুগলের এআই অ্যাসিস্টেন্ট। বুধবার বিশ্বজুড়ে নতুন এ ফিচারটি উন্মুক্ত করেছে গুগল।
সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল গত বছর জানুয়ারিতে অনুষ্ঠিত সিইএস-এ নতুন এ ফিচারটির ডেমো দেখিয়েছিল। এবার সব গ্রাহকের জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। তাতে উপমহাদেশের ভাষাগুলোর মধ্যে রয়েছে- বাংলা, গুজরাটি, হিন্দি, কানাড়া, মালায়লাম, মারাঠি, নেপালি, সিংহলি, তামিল, তেলেগু এবং উর্দু।

‘হেই গুগল এই পাতাটি পড়ো’ এভাবে গুগল অ্যাসিস্টেন্টকে কমাণ্ড দিতে হবে ওয়েবপেজের কনটেন্ট শুনতে চাইলে। অ্যাসিস্টেন্ট যে লেখাগুলো পাঠ করবে সেগুলো মার্ক হবে, যাতে গ্রাহকের নজর না এড়ায়। এক অংশ বাদ দিয়ে আরেক অংশ শুনতে চাইলেও তা পড়ে শোনাবে অ্যাসিস্টেন্ট। এমনকি পাঠের গতি বাড়ানো বা কমানোও যাবে।

ছোট পর্দার লেখা পড়তে সমস্যা হয় এমন গ্রাহকরা এ ফিচারটিতে উপকৃত হবেন বলেই ধারণা করা হচ্ছে। এ সুবিধা শুধুমাত্র অ্যানড্রয়েড গ্রাহকরাই পাচ্ছেন।

Place your advertisement here
Place your advertisement here