• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বাংলাবান্ধা থেকে টেকনাফের উদ্দেশ্যে সাইক্লিং এক্সপেডিশন শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর সাইক্লিং এক্সপেডিশন আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে। রোববার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে সেনাবাহিনীর ১শ জন সদস্য দেশের সবর্ উত্তরের উপজেলা তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে কক্সবাজারের টেকনাফের উদ্দেশ্যে মোট এক হাজার ১০ কি. মি. পথ পাড়ি জমানোর যাত্রা শুরু করেন। 

এর আগে বাংলাবান্ধার জিরো পয়েন্টের শূন্য রেখায় ফ্ল্যাগ অফ অনুষ্ঠানের আয়োজন করে সেনাবাহিনী। পায়রা এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া কমান্ডার মেজর জেনারেল নজরুল ইসলাম। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুজিব বর্ষকে ইতিহাসের পাতায় অমলিন করে রাখতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা থেকে কক্সবাজারের টেকনাফ পর্যন্ত সাইকেলে দীর্ঘপথ পাড়ি দেবার দুঃসাহসিক প্রয়াস গ্রহণ করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সকল ফরমেশনের ১শ জন সাইক্লিস্টের অংশগ্রহণে মুজিব বর্ষকে আরো তাৎপর্য করে তোলার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কক্সবাজার রামু সেনানিবাসের ব্রি. জেলারেল ওমর সাদী, ব্রি. জেলারেল মাহাবুবুর রহমান সিদ্দিকী, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দাকার আনিসুর রহমানসহ বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদস্থ কর্মকর্তারা ।

Place your advertisement here
Place your advertisement here