• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

বাংলাদেশ গড়তে লাঙ্গল-নৌকার বিকল্প নেই: রাঙ্গা

দৈনিক রংপুর

প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮  

Find us in facebook

Find us in facebook

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে লাঙ্গল-নৌকার বিকল্প নেই। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল সম্প্রদায়ের লোকজনরা ভালো থাকেন। মুখে হাসি থাকে। শান্তিতে চলাফেরা করতে পারেন। সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকেন। অন্য কাউকে ভোট দিলে এখনকার মতো ভালো থাকা সম্ভব হবে না।

শুক্রবার সন্ধ্যায় গঙ্গাচড়ার মন্ত্রীপাড়াতে সম্প্রীতি সৌহার্দ্যমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী রাঙ্গা একথা বলেন।

রাঙ্গা বলেন, ৩০ ডিসেম্বর ভোটের দিন বাংলাদেশের পক্ষে থাকতে হবে। উন্নয়নের পক্ষে থেকে লাঙ্গলে ভোট দিয়ে গঙ্গাচড়ায় সব ধর্মের সম্প্রীতি ধরে রাখতে হবে। বিগত পাঁচ বছরে গঙ্গাচড়াতে বিভিন্ন এলাকাতে মন্দিরের উন্নয়ন, সংস্কার, নির্মাণ করা হয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজয় প্রসাদ বামনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার সরকার, মহানগর কমিটির সভাপতি সুব্রত সরকার মুকুল, প্রচার সম্পাদক কৃষ্ণ রায়, গঙ্গাচড়া উপজেলা কমিটির সভাপতি ক্ষ্যান্ত রাণী, সাধারণ সম্পাদক পরিতোষ সরকার মাস্টার, সাংগঠনিক সম্পাদক নির্মল রায়, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন রায়, গঙ্গাচড়া উপজেলা সভাপতি লাল মোহন রায়, সাধারণ সম্পাদক প্রতাব কুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদ কমিটির মন্দির সংরক্ষণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার রায় প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here