• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

ফেনসিডিল সেবন, সেই ফায়ার সার্ভিস কর্মকর্তাকে বদলি

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১  

Find us in facebook

Find us in facebook

ফেনসিডিল সেবন করা রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনকে বদলি করা হয়েছে।শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলাম।

এর আগে ১৬ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বদলি আদেশে সুমনকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া স্টেশনে বদলির বিষয়টি জানানো হয়। মাদক সেবনের দায়ে বদলি করা হলেও বদলি আদেশে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে।

ওহিদুল ইসলাম জানান, ১৩ মার্চ পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি সুমনের মাদক গ্রহণ ও বিভিন্ন অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার পর বদলির নির্দেশনা দেয়া হয়।

৯ মার্চ কামরুজ্জামান সুমনের ফেনসিডিল সেবনের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর চরম সমালোচনার মুখে পড়েন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ফাঁস হওয়া ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ফায়ার সার্ভিসের পাশে ডুয়ার্স লেনের গলিতে কামরুজ্জামান সুমনসহ কয়েকজন মিলে ফেনসিডিল সেবন করছেন। এতে ট্রাউজার ও ট্র্যাকসুট পরিহিত সুমনের কোমরে ওয়াকিটকিও দেখা যায়। তার সঙ্গে আরো একজনকে দেখা গেছে। কিন্ত মুখ আড়ালে থাকায় পরিচয় জানা যায়নি। তবে কবে কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

Place your advertisement here
Place your advertisement here