• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

প্রধানমন্ত্রীর জন্মদিনে যোগ দিলেন ক্রিকেটাররাও

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

প্রধানমন্ত্রীর জন্মদিনে ক্রিকেটাররাও যোগ দিলেন আনন্দ ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়ে। ২৮ সেপ্টেম্বর পুরোটা দিন জুড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের মানুষের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা পাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই জন্মদিনে ক্রিকেটাররাও তাকে ভার্চুয়ালি শুভেচ্ছা জানিয়েছেন। তার দীর্ঘায়ু কামনা করেছেন। দেশের ক্রিকেটের প্রতি তার অবদান ও অনুপ্রেরণার কথা স্বীকার করেছেন।

প্রধানমন্ত্রীর জন্মদিনে এক শুভেচ্ছা বার্তায় মাশরাফি বিন মর্তুজা বলেন- ‘ক্রিকেট বা ক্রিকেটারদের দুর্দিনে আপনি সবসময়ে সামনে ছিলেন এবং এগিয়ে এসেছেন তাদের সমস্যা সমাধানে। আশা করি, আপনি ক্রিকেটের সঙ্গে সবসময়ে এভাবেই থাকবেন। আপনার দীর্ঘায়ু কামনা করছি। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী।’

সাকিব আল হাসান ভিডিও বার্তায় বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আমি প্রথমেই আল্লাহ’র কাছে দোয়া করছি যাতে আল্লাহ আপনাকে দীর্ঘায়ু দান করেন। আপনি বাংলাদেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি আশা করবো আরও অনেক বছর আপনি আমাদের এই পথ নির্দেশনা ও দিক নির্দেশনা দিয়ে যাবেন। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।’

সাবেক ক্রিকেটার ও ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী দলের অধিনায়ক আকরাম খান তার শুভেচ্ছা বার্তায় জানান- ‘১৯৯৬ সালের দিকে ক্রিকেট কিন্তু এত বেশি জনপ্রিয় ছিল না। আমাদের মনে আছে, সেই বছর এসিসি চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনি আমাদের প্রত্যেককে এক লাখ টাকা করে উপহার দিয়েছিলেন। কোনো সরকারের কাছ থেকে ক্রিকেট খেলে এত বেশি টাকা পাওয়া সেটাই ছিল আমাদের জন্য প্রথম। আর ১৯৯৭ সালের কথা তো আমাদের সবারই মনে আছে। আইসিসি চ্যাম্পিয়ন হওয়ার পর আপনি আমাদের যে সংবর্ধনা দিয়েছিলেন তা আমরা জীবনেও ভুলতে পারবো না। সেই জয়ের পর দেশের ঘরে ঘরে ক্রিকেটের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছিল। সেই থেকেই ক্রিকেট দেশের নাম্বার ওয়ান খেলা হয়ে আছে এখন পর্যন্ত। বাংলাদেশের ক্রিকেটে সবারই অবদান আছে, তবে আপনার অবদান অন্যতম। আজ আপনার জন্মদিন, আপনাকে আমরা সবাই শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।’

মুশফিক রহিম মাঠ থেকে ভিডিও বার্তা পাঠিয়ে বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি সবসময় আমাদের জন্য ইনস্পিরেশন। এই বিশেষ দিনে আপনার দীর্ঘ জীবন কামনা করছি।’

বাংলাদেশ টেস্ট দলের প্রথম অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয় বলেন- ‘২০০০ সালের ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই টেস্টে নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আজ ওনার জন্মদিনে সে কথাকে স্মরণ রেখে এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিশেষ করে ক্রিকেটে এমনি আরও অনেক অবদানের নেতৃত্ব যিনি দিয়েছেন, সেই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে জন্মদিনে আমি শুভেচ্ছা জানাচ্ছি।’

বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল তার বাসা থেকে ভিডিও শুভেচ্ছা বার্তায় বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার অর্থেই একজন ক্রীড়াপ্রেমী। আমাদের ভালমন্দ সব পরিস্থিতিতে তাকে আমরা পাশে পাই। শুভ জন্মদিন মাননীয় প্রধানমন্ত্রী। আপনি সবসময়ে আমাদের ইনস্পিরেশন।’

জাতীয় দলের পেসার মুস্তাফিজুর রহমান মিরপুর স্টেডিয়াম থেকে বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আপনি সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা। আপনি সবসময় সুস্থ এবং বাংলাদেশ ক্রিকেট দলের পাশে থাকেন সেই দোয়া করি।’

জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিসিবি’র পরিচালক খালেদ মাহমুদ সুজন তার বার্তায় জানান- ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। বিগত বছরগুলোতে যেভাবে আপনি বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিয়ে আসছেন, আশা করছি সামনের সময়েও আমরা সেই উৎসাহ-উদ্দীপনা পাব। আপনার সুস্থ ও দীর্ঘ জীবন কামনা করছি।’

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার শুভেচ্ছা বার্তায় বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের সবার জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনার এই অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আপনার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করছি।’

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক বলেন- ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। আমরা যখন দেশে বা দেশের বাইরে খেলি, আপনি সবসময় আমাদের খেলার খোঁজখবর রাখেন। এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। আপনার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।’

Place your advertisement here
Place your advertisement here