• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পীরগাছায় নতুন করে সবজি চাষে মাঠে নেমেছেন কৃষকরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ও অধিক লাভের আশায় রংপুরের পীরগাছায় নতুন করে সবজি চাষে মাঠে নেমেছেন কৃষকরা। তারা আলুসহ বিভিন্ন রবি শস্যের চাষ শুরু করেছেন। কিন্তু স্থানীয় কৃষি বিভাগ থেকে চাহিদার অতিরিক্ত আলু উৎপাদনে নিরুৎসাহিত করা হচ্ছে। এরপরও গত বছরের তুলনায় এবার প্রায় এক হাজার ৮০০ হেক্টর জমিতে বেশি আলু চাষ করা হচ্ছে। বাজারে দাম ভালো থাকায় আলু চাষে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকেরা। এতে আলু উত্তোলনের পর মূল্য বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।

বৃহস্পতিবার ( ১০ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নে চরের কৃষকরা সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। তারা কেউ জমি তৈরি করছেন। আবার কেউ আলু ক্ষেতের পরিচর্যা করছেন।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১০ হাজার ৫০০ হেক্টর জমিতে আলুসহ রবি শস্য আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় এবার প্রায় এক হাজার ৮০০ হেক্টর বেশি। তবে বাস্তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

উপজেলায় পাঁচ দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয় কৃষি বিভাগ প্রায় ১০ হাজার কৃষকের ২০ কোটি টাকার ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণ করে। তবে কৃষি বিভাগ বন্যার ক্ষতি পুষিয়ে নিতে রবি শস্যের দিকে জোর দিয়েছে। কৃষকদের প্রণোদনা হিসেবে দেওয়া হচ্ছে সরিষা, মশুর, খেসারি, মুগ ডাল, সূর্যমুখী, গম, টমেটো, মরিচের বীজ ও সার। এজন্য ৫ হাজার ৭শ’ ১০ জন ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনার আওতায় আনা হয়েছে।
গাবুড়া গ্রামের কৃষক আব্দুর রহমান বলেন, এবার বীজ আলুর দাম বেশি। তবুও সকলেই আলু চাষের দিকে ঝুঁকে পড়েছে। একটাই আশা আলু চাষের মাধ্যমে বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়া।

শিবদেব চরের কৃষক শাহ আলম বলেন, অন্য বছরের তুলনায় এবার প্রচুর আলু চাষ হচ্ছে। যারা কখনও আলু চাষ করেনি তারও এবার আলু চাষ করছে। এর আগে ভালো দাম পেয়ে পরের মৌসুমে বেশি আলু চাষ করে পথে বসেছেন অনেক কৃষক। তাই কৃষি বিভাগ অতিরিক্ত আলু চাষে কৃষকদের নিরুৎসাহিত করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুর রহমান বলেন, বাজারে আলুর দাম ভালো রয়েছে। এজন্য লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আলুর আবাদ হচ্ছে। দাম ভালো পাওয়ায় আলু চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. সারোয়ারুল হক বলেন, আমরা কৃষি অধিদফতর থেকে কৃষকদের অতিরিক্ত আলু চাষে নিরুৎসাহিত করে ভুট্টাসহ বিকল্প ফসল চাষে উৎসাহ দিয়ে যাচ্ছি। এ বছর আলুর দাম ভালো ছিল। তবে সেই দাম কতদিন স্থির থাকবে তা নিশ্চিত না। তাই চাহিদার অতিরিক্ত আলু উৎপাদন করে ঝুঁকি নেওয়া ঠিক হবে না।

Place your advertisement here
Place your advertisement here