• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পার্বতীপুরে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ এপ্রিল ২০২১  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের পার্বতীপুরে কষ্টি পাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা খননকালে মূর্তিটি দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ ও একদল পুলিশ গতকাল বৃহস্পতিবার ১১টায় গিয়ে ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে। বৃহস্পতিবার উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বড়দল গ্রামের শরপাহার মহিলা সমবায় সমিতির পুকুর খনন করার সময় প্রাচীনকালের কষ্টি পাথর এর একটি মূর্তি পাওয়া গেছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান জানান, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আমবাড়ী বড়দল এলাকা থেকে বিষ্ণু কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়েছে। তবে এটি কষ্টি পাথরের কি না তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা সম্ভব নয়।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাশিদ কায়সার রিয়াদ বলেন, নিয়ম মাফিক মূল্যবান কষ্টি পাথরের মূর্তিটি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে। কয়েকশ বছর আগে হিন্দু জমিদাররা পূজা অর্চনার জন্য বিষ্ণু মূর্তিটি তৈরী করেছিল ধারনা করা হচ্ছে।  

Place your advertisement here
Place your advertisement here