• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পাটগ্রামে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পেলেন কৃষকরা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৪ জুন ২০২১  

Find us in facebook

Find us in facebook

লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজন রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। 

বুধবার (২৩ জুন) দুপুরে উপজেলা চত্বরে উক্ত প্রকল্পের আওতায় গঠিত ৭৫টি কৃষক গ্রুপের মধ্যে ১০টি কৃষক গ্রুপকে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার (ধান রোপনের যন্ত্র) এবং ১২টি কৃষক গ্রুপকে বিনামূল্যে রিপার (ধান ও গম কর্তন যন্ত্র) বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান। এ আয়োজনে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার, উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া প্রমুখ।

Place your advertisement here
Place your advertisement here