• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ১৯, আহত তিন শতাধিক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০১৯  

Find us in facebook

Find us in facebook

পাকিস্তানের ইসলামাবাদ, পেশওয়ার, রাওয়ালপিন্ডি ও লাহোরে ভূমিকম্প অনুভূত হয়। এতে ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনশ’র বেশি মানুষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের মাত্রা ছিলো রিখটার স্কেলে ৫ দশমিক ৮। এর কেন্দ্র ছিলো পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মিরপুরে। হতাহতদের মধ্যে অনেক শিশুও ছিলো।

মঙ্গলবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় রাস্তায় বড় ফাটল ধরেছে। ভেঙে গেছে অনেক ঘরবাড়ি। স্থানীয় দুযোর্গ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, তার অবকাঠামো ক্ষতিগ্রস্তের খবর পেয়েছেন।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বলেন, কাশ্মীরের মিরপুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছেন, বেসামরিক প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিভাগীয় কমিশনার চৌধুরী মুহাম্মদ তায়াব বলেছেন, ভূমিকম্পে মিরপুরে তিন শিশুসহ ১৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তিনশ’র বেশি মানুষ। আহতদের মধ্যে অন্তত ৩৫ জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।

তবে ক্ষয়ক্ষতির পুরো হিসেব এখনো পাওয়া যায়নি। দেশটির প্রধান আবহাওয়বিদ মুহাম্মদ রিয়াজ বলেন, ভূমিকম্পের গভীরতা অনেক ছিলো।

এর আগে ২০০৫ সালে দেশটিতে ভয়াবহ এক ভূমিকম্পে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।

Place your advertisement here
Place your advertisement here