• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পলাশবাড়ীতে রেকটিফায়েড স্পিরিটসহ হোমিও চিকিৎসক আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ জানুয়ারি ২০২১  

Find us in facebook

Find us in facebook

গাইবান্ধার পলাশবাড়ী শহরের ফারুক হোমিও হলে অভিযান চালিয়ে দুই হাজার বোতল পানের অযোগ্য রেকটিফায়েড স্পিরিটসহ আফরাফ আলী (৪৫) নামের এক হোমিওপ্যাথি চিকিৎসককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান গাইবান্ধা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শরিফ আহম্মেদ। এর আগে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে বিকেলে তাকে আটক করা হয়।

সহকারী পরিচালক শরিফ আহম্মেদ জানান, সরকারি অনুমতি ছাড়া কেউ রেকটিফায়েড স্পিরিট বিক্রি করতে পারবেন না। কিন্তু পলাশবাড়ীতে রেকটিফায়েড স্পিরিট অবাধে বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে বিকেলে পলাশবাড়ী শহরের ফারুক হোমিও হলে অভিযান চালানো হয়। পরে তার দোকান থেকে দুই হাজার বোতল রেকটিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়। এ সময় ফারুক হোমিও হলের মালিক আফরাফ আলীকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Place your advertisement here
Place your advertisement here