• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পঞ্চগড়ে ৩ জনের করোনা জয়: ফুলেল শুভেচ্ছা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুন ২০২০  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড় ডেডিকেটেড করোনা হাসপাতালে অবস্থান করা ৩ জন করোনা রোগীকে করোনামুক্ত ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়েছে। 

তারা হলেন পঞ্চগড় সদর উপজেলার সীতাগ্রাম এলাকার আজিজার রহমানের ছেলে সাদেকুল ইসলাম (২৬), গড়িনাবাড়ি ইউনিয়নের ঠাটপাড়া এলাকার সমিজ উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৬) এবং একই এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রিপন আলী (২০)। 

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে ছাড়পত্র দেয়ার সময় করোনা জয়ী হিসেবে তাদের ফুল দিয়ে অভিনন্দন জানান জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এমনকি তাদের প্রত্যেককে পুষ্টিকর বিভিন্ন ফলের একটি করে ঝুড়ি তুলে দেওয়া হয়। করোনামুক্ত হওয়ার সনদ হিসেবে তাদের হাতে ছাড়পত্র তুলে দেন সিভিল সার্জন ডা. ফজলুর রহমান। এ সময় অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, তারা এখন সম্পূর্ণ সুস্থ। করোনা রোগী হিসেবেও তাদের তেমন কোন উপসর্গ ছিলো না। প্রথম পরীক্ষার তাদের করোনা ধরা পরে। পরের দুটি পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ আসে। তাই তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here