• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন জব্দ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের বোদা উপজেলায় ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিন ও  উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে। 

সোমবার (১৭ আগস্ট) বিকেলে জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নতুনগঞ্জ এলাকায় নদী থেকে অবৈভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন ও উত্তোলন করা বালু জব্দ করে বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী।

জানা যায়, বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নতুনগঞ্জে পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কের সেতু সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিল ওই এলাকার বাসিন্দা জামাল হোসেন ও একই ইউনিয়নের কোনাবালা পাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে নজরুল ইসলাম। 

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন আজ সোমবার বিকেলে ওই এলাকায় ড্রেজার বিরোধী অভিযান চালালে, সে সময় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে  বালু উত্তোলন করে পাকা রাস্তায় গর্ত করে পাইপের মাধ্যমে বালু উত্তোলন করার সময় অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করা হয়। জব্দকৃত বালু ও ড্রেজার মেশিনটি বড়শশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেনের কাছে জিম্মায় দেয়া হয়। 

বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেয়মান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার বিকেলে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নতুনগঞ্জ এলাকায় একটি নদী থেকে একটি অবৈধ ড্রেজার মেশিন  ও উত্তোলনকৃত বালু জব্দ করা হয়েছে। বালু ও ড্রেজার মেশিন প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে।

Place your advertisement here
Place your advertisement here